এম জালাল উদ্দীন:
খুলনার পাইকগাছায় অসহায় দুই কৃষকের প্রায় ৫ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে সকলে মানবিক এ কাজে অংশগ্রহণ করেন। ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বেচ্ছাসেবকলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
কৃষক পরিবারসহ উপজেলার বিভিন্ন এলাকার লোকজন স্বেচ্ছাসেবকলীগের এই মানবিক কাজের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এবং জেলা কমিটির আহবানে সাড়া দিয়ে জেলার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অসহার কৃষক আবুল হোসেন গাজীর প্রায় তিন বিঘা এবং আব্দুল হাই গাজীর প্রায় দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
ধান কাটার উক্ত কর্মসুচিতে অংশগ্রহণ করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা নেতা মোঃ তৈয়বুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বাশারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, পৌর সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, লতা ইউনিয়নের সাধারন সম্পাদক পলাশ বাছাড়, ইউপি সদস্য মোতালেব মালি, স্বেচ্ছাসেবকলীগের অসিত কুমার মন্ডল, আঃ মান্নান, মোঃ ফারুখ হোসেন, মোঃ কামরুজ্জামান, নিত্যানন্দ দাস, জয় খাঁন, রকিবুজ্জামান সুমন, মুনছুর সরদার, শেখ মফিজুল ইসলাম, মোঃ আঃ রহমান ইসমাইল হোসেন টুকুসহ স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।