ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বেনাপোলে এস.এস.সি পরীক্ষার্থীর আত্মহত্যা

বার্তা বিভাগ
মে ৩, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

রায়হান সিদ্দিকী, শার্শা উপজেলা প্রতিনিধি :

যশোরের বেনাপোলে তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৩রা মে) দিবাগত রাতে নিজ বাড়ির ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানাগেছে।

নিহত তন্বী মন্ডল বেনাপোল বালুন্ডা গ্রামের (জেলে পাড়ার) শ্রী রাম মন্ডলের কন্যা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত কাল রাতে পড়ার সময় মোবাইল ব্যবহার করছিলো বলে তার মা শ্রীমতি বিলাসী রানী বকাবকি করে।

এতে সে মায়ের ওপর অভিমান করে আত্নহত্যা করেছে বলে মনে হচ্ছে। তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সাথে মেয়েকে ঝুলতে দেখেন। এরপর পরিবারের লোকজন সহ প্রতিবেশিকে ডাকাডাকি করে নিচে নামায়।

বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com