ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোর গ্যাং এর হামলায় নিহত ১

বার্তা বিভাগ
মে ৩, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বেলাল হোসেন চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ-

নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নং পরোকোট ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম শোশালিয়া গ্রামে, মোশারফ হোসেন মডেল হাই স্কুল সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোর গ্যাংএর হামলায় মোঃ আবুল বাশার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে ।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ভাতিজা জহিরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, বুধবার(৩ মে)সকাল ১১.৩০মিনিটের সময় পশ্চিম শোশালিয়া দেওয়ান বাড়ির মৃত.হাজ্বী মনসুর আহমেদের ছেলে মোঃআবুল বাশারের সাথে একই বাড়ির ফয়েজ আহমেদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ফয়েজ আহমেদের ছেলে কিশোর গ্যাং এর প্রধান রেদোয়ান রাফির(১৮)নেতৃত্বে তার বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আবুল বাশারের উপর ঝাপিয়ে পড়ে।

এক পর্যায়ে কিশোর গ্যাং এর অন্যতম সদস্য,পশ্চিম শোশালিয়া আঠিয়া বাড়ির আনোয়ার পুলিশের ছেলে, ইয়াকুব (১৮) তার হাতে থাকা শক্ত কাঠ দিয়ে আবুল বাশারের মাথায় সজোরে আঘাত করলে, আবুল বাশার মাটিতে লুটিয়ে পড়ে। তখন কিশোর বাহিনীর অন্য সদস্য, ইয়াছিন( ১৯) পিতা-লোকমান হোসেন, শামীম (১৭) পিতা-গোলাম মাওলা,ইয়াছিন (১৮) পিতা-খোকা মিয়া, রবিউল( ১৮) পিতা-অজ্ঞাত এলোপাতাড়ি আবুল বাশারকে মারতে থাকে। এসময় তার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে আবুল বাশারকে উদ্ধার করে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শহীদুল আহমেদ(নয়ন)মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃগিয়াস উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে । আসামিদেরকে ও গ্রেফতারের চেষ্টা চলছে, ইতোমধ্যে ফয়েজ আহমেদ ও তার ছেলে রেদোয়ান রাফি কে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]