ঢাকা১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ সংঘর্ষ; দেশে ছেড়েছে প্রায় এক লাখ

বার্তা বিভাগ
মে ৩, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

এখন পর্যন্ত আফ্রিকার দেশ সুদান থেকে পালিয়েছে এক লাখের বেশি মানুষ। মূলত দুই বিরোধী দলের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তার জন্য দেশ ছাড়তে শুরু করেছে সুদানের নাগরিকরা।

এছাড়াও তিন লাখের বেশি মানুষ দেশটির অভ্যন্তরে বাস্তচ্যুত হয়েছে ।

১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা দখল নিয়ে সংঘাত ছড়িয়ে পড়ে।
শিগগিরই এই সংঘাত বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে-এমনটাই জানিয়েছে জাতিসংঘ।

এখনো সংঘাত অব্যাহত রয়েছে সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর মাঝে । দুই বাহিনীর মধ্যে রাজধানী খার্তুমে দফায় দফায় সংঘর্ষ চলছে।

সোমবার জাতিসংঘের বিশেষ দূত ভলকের পার্থেস জানিয়েছেন, বিবদমান দুই পক্ষই যুদ্ধবিরতির জন্য সমঝোতামূলক আলোচনায় বসতে রাজি হয়েছে। আলোচনার ভেন্যু হতে পারে সৌদি আরবে।

এরইমধ্যে এই সংঘাতে চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। চার হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

সূত্র: বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com