ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাইকগাছায় দু’মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন -এমপি -বাবু

বার্তা বিভাগ
মে ২, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

এম জালাল উদ্দীন, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় দু’মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন খুলনা-৬ পাইকগাছা – কয়রা সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, তথ্য বাড়ীর প্রধান শাকেরা বানু,যুব উন্নয়ন অফিসার পারভিন আক্তার বাবু,সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, যুবনেতা আকরামুল ইসলাম’সহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উক্ত প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষনার্থীকে নিয়ে কোর্স পরিচালনা করবেন দানেশ আলী ও এমতাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]