কেশবপুরের পরচক্রা গ্রামের গরিব কৃষকের প্রায় ২ বিঘা জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন কেশবপুর উপজেলা ছাত্রলীগের নেতারা।
মঙ্গলবার (০২ মে) কেশবপুর উপজেলা ছাত্রলীগের উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন নেতৃত্বে নেতাকর্মীরা কৃষক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে এ কর্মসূচি পালন করেছেন তারা ।
কেশবপুর উপজেলা ছাত্রলীগের নেতারা জানান, শ্রমিক সংকটের কারণে ছাত্রলীগ এই কার্যক্রম হাতে নেয়। তখন যশোর জেলার কেশবপুর থানা সহ সারাদেশে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছিল।
এ অবস্থায় যখন কৃষকরা তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে তাদের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় এবছরেও কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে ধান কাটা কর্মসূচি ঘোষণা করে।
সেই কর্মসূচির অংশ হিসেবে ৬ নং আসনের এমপি শাহিন চালাদারে নির্দেশনায় কেশবপুর উপজেলা ছাত্রলীগ তা বাস্তবায়ন করে।
কেশবপুর উপজেলা ছাত্রলীগের উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন, জুয়েল হোসেন, আরাফাত, আরিফ, রাসেল, মাহতাব, আল-আমিন, রাহুল, মনি, আব্দুল্লাহ, সোহেল, ইয়াসিন, সবুজ, তোহিদুল্লাহ, ফরহাদ, হাসান, ইয়াসিন, রাজু, বিজয়, অজয়, শান্ত, সবুজ, রিয়াদ ইমন, কারিমুল, সবুজ, তুষার, জীবন, ইমরান, রিপন, আরিফ, অনিমেষ, শান্ত, লাভলু, সাকিব, নাঈম, ইমন, সাব্বির, শরিফুল, নাসির, কুদ্দুস, বুলবুল, ঈমান, সাদ্দাম, রিপন, শিপন, টুটুল, জলিল, মিঠু, সুজয়, জহজ, শুভ, তুহিন, সাকিব আল-আমিন, মামুন, রাসেল, হাবিবুর, তূর্য, ইলিয়াস, শান্ত, বিজন, প্রতাপ, অপু, নিয়ামত, রেজওয়ান, শিপন, মমিন, মাসুদ, সাগর, আতিউর, তুষার, আরিফ, এনামুল, ইকরামুল, বুলবুল কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবারের বোরো মৌসুমেও কৃষকের ঘরে সম্পূর্ণ ধান না উঠা পর্যন্ত উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচি পালন করবে।
এদিকে দরিদ্র কৃষকের জন্য এমন তৎপরতায় প্রশংসা ভাসছেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিশেষ করে গোয়াইনঘাট উপজেলাজুড়ে সাধারণ মানুষ, কৃষকসহ সচেতন মহল তাদের ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীতেও অসহায় মানুষের পাশে তারা এমন নির্ভরশীলতার প্রতীক হয়ে দাঁড়াবেন বলেই তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।