মোঃবেলাল হোসেন,চাটখিল (নোয়াখালী)প্রতিনিধিঃ-
চাটখিলে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পহেলা মে, সকালে জাতীয় শ্রমিক লীগ চাটখিল উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন তরুণ ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে চাটখিল পৌর শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা এ-ই র্যালিতে অংশ নেন।
পরে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। ইসমাইল হোসেন তরুণের সভাপতিত্বে ও জসিম উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, পেীরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন(চৌধুরী), চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও উপজেলা যুবলীগের আহবায়ক প্রার্থী রাজিব হোসেন রাজু, পেীরসভা আওয়ামী লীগ নেতা শেখ ফরিদ প্রমুখ নেতৃবৃন্দ।