সাইফুল ইসলাম,নোয়াখালী:
শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই শ্লোগান কে সামনে রেখে নোয়াখালীর চৌমুহনীতে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস।
এ উপলক্ষে শ্রম অধিদপ্তর, শ্রম কল্যান কেন্দ্রের আয়োজনে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে শ্রমিকদের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ট্রাক ট্যাংক, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহার এর সভাপতিত্বে অতিথি ছিলেন নোয়াখালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক- আবদুর রহিম, ডেল্টা পাট কল শ্রমিক ইউনিয়নের সভাপতি- গিয়াস উদ্দিন।
অতিথিরা বক্তব্যে বলেন, শ্রমিকদের কল্যানে মালিকদের আরো সহানুভূতি হতে হবে। শ্রমিক সবসময় অবহেলিত ও নির্যাতিত হয়ে থাকে। তাদের মজুরিও পায়না ঠিক মতো। তাই এইসব নির্যাতন রুখতে শ্রমিকদের আরো একতাবদ্ধ হতে হবে।
এইসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক কর্মচারী, সাধারণ মানুষ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।