মোঃবেলাল হোসেন,চাটখিল(নোয়াখালী) প্রতিনিধিঃ-
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়ন চাটখিল উপজেলা শাখার উদ্যোগে ১লা মে সোমবার,সকাল ০৯ টায় চাটখিল পৌর বাজারের প্রধান সড়কে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়ন চাটখিল উপজেলা শাখার সভাপতি,শ্রমিক নেতা মোঃ সামছুল আলমের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোঃনাছির উদ্দিন মিঝির। সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়ন চাটখিল উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শ্রমিক নেতা মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা,মোঃ ইউসুফ আলী আসলাম,মোঃআতিকুর রহমান, তাওহিদুল ইসলাম, প্রমুখ নেতৃবৃন্দ।
র্যালিটি চাটখিলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের ন্যায্য দাবি পুরনোর জন্য শ্রমবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি বিনীত আহ্বান জানান।