ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

না ফেরার দেশে চলে গেলেন সমাজসেবক মোহাম্মদ সেলিমউল্লাহ

বার্তা বিভাগ
এপ্রিল ৩০, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘদিনের সাবেক সভাপতি, মিশনের প্রায় ৫০ বছরের সেবক এবং দেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি জেসন গ্রুপের চেয়ারম্যান, নলতা আহছানিয়া সেলিমউল্লাহ ক্যাডেট স্কুলের সম্মানিত চেয়ারম্যান ও সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ আর নেই।

তিনি ২৯ এপ্রিল রাত ২ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। আজ বাদ জোহর ঢাকার সোবাহানবাগ মসজিদে এবং পরে ঢাকা আহ্ছানিয়া মিশনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সোমবার নলতা পাক রওজা শরীফের উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হবে এবং সেখানে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এই সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী আলোকিত মানুষের মৃত্যুর সংবাদে সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com