মো: রবিউল ইসলাম, জেলা প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় অভিভাবকরা।
শনিবার(২৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের সামনে এসব কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, নিয়মানুযায়ী অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চার জন সদস্য নির্বাচিত হন। এর পর নির্বাচিত চার জন সদস্যের প্রত্যক্ষ ভোটে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করতে হয়। কিন্তু সরকারি সেই নিয়মকে অমান্য করে গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম গোপনে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলামকে তার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ঘোষনা করেন। গোপনে সভাপতি ঘোষনা করায় ক্ষুব্ধ হন বাকী সদস্যসহ স্থানীয় অভিভাবকরা।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় অভিভাবকরা। শনিবার দুপুরে বিদ্যালয়টির সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে যুবলীগ নেতা শফিকুল ইসলামকে সভাপতি পদ থেকে দ্রুত প্রত্যাহার করার দাবি জানানো হয়। অন্যথায় তারা অভিভাবক ও স্থানীয়দের নিয়ে বৃহত্তর পরিসরে আন্দোলন করবেন বলে হুশিয়ারী দেন।
নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি যুবলীগ নেতা শফিকুল ইসলামকে মোবাইলে একাধিকবার ফোন ও পরে ক্ষুদে বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
এদিকে গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, বিধি মোতাবেক সভাপতি নির্বাচন করা হয়েছে। তারা অহেতুক আন্দোলন করছেন।