ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

বার্তা বিভাগ
এপ্রিল ২৯, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবু জাহিদ, কুষ্টিয়া:

কুষ্টিয়ায় দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার(২৯ এপ্রিল) দুপুর ২টায় শহরের বড়বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এঘটনায় আহত মুদি দোকান ব্যবসায়ী নজরুল ইসলাম শাহ্ (৪০)কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন আছে।

আহত নজরুল ইসলাম শাহ্ কুষ্টিয়া শহরতলীর লাহিনী চারা বটতলা এলাকার মৃত নূর মোহাম্মদ শাহে্র ছেলে। তিনি ঐ এলাকার মুদি দোকান ব্যবসায়ী হিসেবে পরিচিত।

আহত ব্যবসায়ীর ভাইয়ের ছেলে সোহান বলেন,দিনে দুপুরে একজন মুদি দোকান ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ১লাখ টাকা ছিনতাইয় করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়,মারাত্মকভাবে তার ডান হাতে ছুরিকাঘাত করা হয়েছে। বিষয়টির সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহাদৎ হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যবসায়ী নজরুল শাহ্ তার মুদি দোকানের জন্য মালামাল ক্রয় করতে শহরের বড়বাজার এলাকায় গেলে এসময় দুর্বৃত্তরা এসে তাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। এসময় তার কাছ থেকে ১লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে।
পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানায় ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]