আল-আমিন খোকন রাজবাড়ী
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকে এ চাপ বাড়তে থাকে। ফলে বিকেল পর্যন্ত ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকায় যানবাহনের লম্বা লাইন তৈরি হয়।
এদিকে গত কয়েকদিনের তুলনায় লঞ্চ ঘাটেও ছিল যাত্রীদের অতিরিক্ত ভিড়। ফলে দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরি ও লঞ্চে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত।পুলিশ জানায়, দুপুরের পর থেকে বাসের চাপ বেড়েছে। যার কারণে জিরো পয়েন্ট থেকে সড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকায় লম্বা লাইন তৈরি হয়।
এ সময় যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি অন্যান্য যানবাহনও পার হতে দেখা গেছে।বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের উপ-পরিচালক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ছোট-বড় ফেরি চলাচল করছে। গত কয়েকদিনের তুলনায় শুক্রবার থেকে ঢাকামুখি যানবাহনের চাপ বেড়েছে।