ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজবাড়ী দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পরল ১৬ কেজি ওজনের কাতলা মাছ

বার্তা বিভাগ
এপ্রিল ২৭, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

আল-আমিন খোকন, রাজবাড়ী:

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে কুবাত হালদারের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি কাতলা মাছ।

পরে মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২০ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে পদ্মা যমুনার মোহনায় দৌলতদিয়ার বাহিরচর এলাকায় জেলে কুবাত হলদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি দৌলতদিয়ার আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ২০০ টাকায় ৫ নম্বর ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান মিয়া মাছটি কিনে নেয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান মিয়া বলেন, সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে একটু লাভের আশায় ১৬ কেজি ১০০ গ্রাম ওজনের কাতলাটি ১৯ হাজার ২০০ টাকায় কিনে নিই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে সামান্য লাভে ২০ হাজার টাকায় মাছটি বিক্রি করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]