ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শার্শায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

বার্তা বিভাগ
এপ্রিল ২৫, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সোহাগ হোসেন:

যশোরের শার্শায় নানার বাড়িতে বেড়াতে এসে সাবিত নামে ৩ বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশু সাবিত উপজেলার বাগাআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের প্রবাসি আব্দুস সালামের ছেলে।

জানা যায়, ঈদের দ্বিতীয় দিন বিকালে সাবিতের মা সাবিত কে নিয়ে বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার সকালে প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলতে যায় সাবিত, কিন্তু সবাই ফিরে এলেও সাবিত ফিরে আসেনি, তখন সবাই খুজতে থাকে, না পেয়ে এক পর্যায়ে নিকটস্থ পুকুরের পানিতে ৩০ মিনিট খোজা খুজির পরে ডুবুন্ত অবস্থায় সাবিতকে পাওয়া যায়। ততক্ষনে শিশু সাবিত মারা যায় ।

বেনাপোল গয়ড়া গ্রামের ইউপি সদস্য মিন্টু জানান, আমি খবর পাওয়া সাথে সাথে ঘটনা স্থলে যাই, এবং তার দাদার বাড়িতে খবর পাঠাই, পরে শিশুটির দাদা দাদি আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মৃত সাবিতের দাদা কুরবান আলী জানান, আসরের নামাজের পরে জানাজা শেষে টেংরা উত্তর পাড়া কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় নিহতর পরিবার, ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]