ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

বার্তা বিভাগ
এপ্রিল ২৫, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি:

বর্তমান সময়ে আগ্নিকান্ড জানিত দুর্ঘটনা মারাত্মক আকার ধারন করেছে। নিমিষেই পুড়ে ছাই করে দিচ্ছে আমাদের স্বপ্ন ও সম্পদ। এ ভয়াবহ পরিস্থিতি থেকে জনগনকে সতর্ক করার লক্ষ্যে অগ্নি নির্বাপণ মহড়া নামক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

আজ মঙ্গলবার জনগনকে সচেতন করতে খাগড়াছড়ির সদরের স্বনির্ভর বাজারে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

নিত্য ব্যবহ্রত গ্যাস সিলিন্ডার থেকে অসতর্কতা বসত এবং বিভিন্ন সময়ে আগুন লাগলে তা কিভাবে নেভাতে হয় সে সম্পর্কে স্থানীয় জনগনকে সচেতনতার লক্ষে ফায়ার সার্ভিস একটি ইউনিট এ মহড়ার আয়োজন করে।

মহড়া চলাকালে বাজারের ব্যবসায়ী ও এলাকার লোকজনকে কিভাবে তাৎক্ষণিক আগুন নেভাতে হয় সে সম্পর্কে মহড়ায় কৌশল শিখিয়ে দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]