মাঝ আকাশে ভারতীয় এক বিমান যাত্রীর কাণ্ডকীর্তিতে আবারও শোরগোল পড়েছে। এবারও এক ভারতীয় যাত্রীর বিরুদ্ধে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ উঠল। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এরইমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর দিয়েছে ।
জানা যায়, এই ঘটনা ঘটেছে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে নিউইয়র্ক থেকে দিল্লির পথে রওনা হওয়া ফ্লাইটে। অভিযুক্ত যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন-এমনটিই বিমান কর্মীদের দাবি। সেই অবস্থাতেই সহযাত্রীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান ঐ যাত্রী। এরপরই মেজাজ হারিয়ে তার গায়ে মূত্রত্যাগ করেন তিনি। অভিযুক্ত যাত্রীকে দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই গ্রেফতার করা হয়।
যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাটি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানে ওই ব্যক্তি অভব্য আচরণ করেছেন এবং সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছেন। এ খবর পাওয়ার পরই উপযুক্ত পদক্ষেপ করা হয়। সোমবার সকাল ৯টা নাগাদ বিমান অবতরণের পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। -এনডিটিভি