ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি-ইরানের মধ্যে এবার চালু হচ্ছে নিয়মিত ফ্লাইট

বার্তা বিভাগ
এপ্রিল ২৪, ২০২৩ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরব হজ ফ্লাইটের বাইরে ইরান থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে।
ইরানের সড়ক ও শহর নির্মাণ বিষয়ক মন্ত্রী মেহেরদাদ বাযরপাশ রোববার এ তথ্য জানিয়েছেন ।

তিনি বলেন , হজ ফ্লাইটের বাইরে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে আবেদন জানিয়েছে সৌদি আরব। ইরানের বিমান সংস্থা এই আবেদন রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দুই দেশ এর আগেই আর্থ-বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, বিজ্ঞান ও কারিগরী খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। দুই দেশই আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারের বিষয়েও বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে হজ ফ্লাইট ছাড়াও নিয়মিত ফ্লাইট চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার পর ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। বেইজিংয়ে সাক্ষাৎ করেছেন সম্প্রতি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। জানা যায়, ২০১৬ সাল থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]