আরফিনুল ইসলাম, ডোমার (নীলফামারী):
নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইদের হামলায় রফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের শিমুলতলী নেংড়ীর মোড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ৬ ছেলের মধ্যে ১২ শতাংশের একটি পুকুরের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। ওই ৬ ছেলের মধ্যে রফিকুল ইসলাম (৬০) ও মফিজার রহমান (৫৫) একটি পক্ষ এবং অপর চার ভাই বিটুল রহমান, রমজান আলী, আবু বক্কর সিদ্দিক ও ভুট্টু অপর একটি পক্ষ।
রবিবার বিকালে ওই পুকুর পারে যান রফিকুল ইসলাম ও মফিজার রহমান। এসময় প্রতিপক্ষরা তাদের ছেলেদের নিয়ে হামলা চালায়। এসময় রফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। আহত হন মফিজার রহমান ও তার ছেলে জিকরুল ইসলাম (২২)। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন আত্মগোপনে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উন নবী বলেন, ‘নিহত রফিকুল ইসলামের লাশ উদ্বারে আইনগত প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে।’