ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
এপ্রিল ২৪, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃবেলাল হোসেন, চাটখিল(নোয়াখালী), প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল প্রেস ক্লাবে ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার ২১শে এপ্রিল, ২৯ রমজান, চাটখিল প্রেস ক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মামুন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও চাটখিল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান, চাটখিল প্রেস ক্লাবের সাবেক সভাপতি দিদারুল আলম, সহ সভাপতি রফিক উল্যাহ খোকন, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও চাটখিল মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক ছিদ্দিকী ফরহাদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন, চাটখিল মফাস্বল সাংবাদিক ফোরামের সভাপতি রুবেল হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, প্রমুখ।

সভায় বক্তরা বলেন, একটি সুষ্ঠ সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা হলো জাতির চোখ । সঠিক লিখনীর মাধ্যমে জাতির কল্যানের জন্য কাজ করতে হবে সকল সংবাদ কর্মীদের।

চাটখিল প্রেস ক্লাব উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে যে আয়োজন করেছেন তা সত্যি এক বিরল দৃষ্টান্ত ও ইতিহাস হয়ে থাকবে। আমরা আসা করি ভবিষ্যতে চাটখিল উপজেলার সকল সাংবাদিকদের একটি প্ল্যাট ফরমে দেখতে পাবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com