ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাছের সাথে ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বার্তা বিভাগ
এপ্রিল ২৪, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আরফিনুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার(২৪এপ্রিল) দুপুরে উপজেলার ডাংগার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাংগারহাট গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে রাফিক ইসলাম (২২) ও  বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাফিক ও রিপন স্থানীয় ধনঞ্জয় শীল নামে একজনের মোটরসাইকেল নিয়ে গোমনাতী বাজারে ঘুরতে যান। গোমনাতী থেকে ফেরার পথে তাদের বাড়ির কাছেই ডাঙ্গার হাটের শহীদ মিনার এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি জাম গাছের সঙ্গে ধাক্কা লাগে। কারো মাথায় হেলমেট না থাকায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, রাফিক ও রিপন দুজন বন্ধু। তারা  ঈদের আনন্দে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। গোমনাতী থেকে ফেরার পথে ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, মরদেহ এখনও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com