মোসা:বেবিয়ারা খাতুন,প্রতিনিধি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বিজিবির সহায়তায় সীমান্ত পিলার ১৮৩/৪এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকপাড়া জামতলা এলাকার ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাদিকুর রহমান (৩৫) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।
নিহতের ভাই গাজেলুর রহমান জানান, শনিবার (২২ এপ্রিল) দুপুরে খাওয়ার পর তার ভাই সাদিকুর বাজারের দিকে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়, এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি। সকালে লাশ পড়ে থাকার কথা জানাতে পারেন।
শাহবাজপুর ইউনিয়নের ৯নম্বার ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন ও শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, সাদিকুর রহমান অবৈধভাবে ভারতে প্রবেশকালে মিনি সুলতানপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করলে তিনি গুরুতর আহত হয়। এ সময় তার সঙ্গীরা তাকে নিয়ে পালিয়ে আসার সময় মারা গেলে বাংলাদেশের অভ্যান্তরে রেখে দেয়। সকালে স্থানীয় জনগণ দেখতে পেয়ে সংবাদ দেয়।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বাংলাদেশের অভ্যন্তরে ওই যুবকের লাশ পড়ে ছিল, বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেওয়া হয়। তারা লাশ উদ্ধার করেছে ও পরবর্তী পদক্ষেপ নেবে।
তিনি জানান, স্থানীয়দের ভাষ্য বিএসএফের গুলিতে সাদিকুর রহমান মারা গেছেন।