সানোয়ার হোসেইন, স্টাফ রিপোর্টার:
প্রবাসীরা চাইলেই নিজ দেশে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেন না। মূলত ব্যস্ততা ও নানা কারণে এ সুযোগ হয়ে উঠে না। ঠিক এমনই এক প্রবাসী পরিবারের ১৫ বছর পর নিজ দেশে আগমন ও ঈদ উদযাপনের অনুভতি নিয়ে আজকের বিশেষ আয়োজন-
যুক্তরাজ্য প্রবাসী মোঃ সামসুল আলম মুন্না, স্ত্রী ও দুই সন্তান সহ দীর্ঘ ১৫ বছর ধরে লন্ডনে বসবাস করে আসছেন। এ দীর্ঘ সময়ের মধ্যে অনেকবার দেশে এসেছেন কিন্তু ঈদের সময় আসা হয় নি। এবারই প্রথম মা, বোন সহ তাদের পরিবার এবং শ্বশুর বাড়ীর সকলকে নিয়ে দেশে ঈদ উদযাপন করলেন।
এ ব্যাপারে মি.মুন্নার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, ‘এক কথায় আমি অভিভুত। সেই ছোট বেলায় ফিরে গেছি। সকালে ঘুম থেকে উঠে সেমাই খেয়ে পরিবারের সকল সদস্যকে নিয়ে ঈদে মাঠে যাওয়া, নামাজ শেষে পরিজনের সাথে শুভেচ্ছা বিনিময় করা, ঈদের সালামী দেওয়া এবং নেওয়া তারপর সকলের সাথে ছবি নেয়া; সবমিলে কিভাবে যে দিন কাটল বুঝতেই পারিনি।’
পরিবারের সাথে ঈদ উদযাপন সম্পর্কে তার স্ত্রীর জানান, আমি দীর্ঘদিন ধরে প্লান করে আসছিলাম সকলকে একই বন্ধনে এবং একই ফ্রেমে রাখা এই অভিপ্রায়ে অর্ডার দেওয়া এবং বাস্তবায়ন করা, সত্যিই আমরা দীর্ঘদিন পর আনন্দপূর্ণ এক ঈদ উদযাপন করলাম। জানিনা এরকম ঈদ আর আমরা কখনও পাব কিনা। ২৪ তারিখেই ফিরে যাচ্ছি। মন পড়ে থাকবে দেশের মাটিতে। আমাদের জন্য দোয়া করবেন। সকলকে ঈদ মোবারক।