ঢাকা১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিস্তাপারে নৌকাডুবি; নাতিকে বাঁচাতে গিয়ে নানা নিখোঁজ

বার্তা বিভাগ
এপ্রিল ২৩, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

আরফিনুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ সময় নাতিদের বাঁচাতে গিয়ে নানা কোরবান আলী (৫৮) নিখোঁজ হয়েছে। 

আজ রোববার (২৩ এপ্রিল) দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা, ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত ময়েজদ্দিনের পুত্র কোরবান আলী (৫৮) তিস্তা নদীর অপর প্রান্ত থেকে নাতীদের নিয়ে ছোট একটি নৌকায় তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করেন। নদীর মাঝ পথে বাতাস শুরু হয়। এতে নৌকাটা ডুবে যায়। পরে স্থানীয়রা নৌকা নিয়ে ছুটে গিয়ে নাতীদের উদ্ধার করলেও নানা কোরবান আলী ডুবে নিখোঁজ হয়ে যায়। 

হাতীবান্ধা ফায়ার সাভির্সের ইনচার্জ নিরমল কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com