ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালীতে ইরান কর্তৃক মার্কিন পরমাণু সাবমেরিন শনাক্ত ; প্রতিবাদে ইরানের নৌ-মহড়া

বার্তা বিভাগ
এপ্রিল ২১, ২০২৩ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

ইরানের নৌবাহিনী জানিয়ছে, ‘ফতেহ’ সাবমেরিন থেকে আমেরিকার পরমাণু শক্তিচালিত গাইডেড মিসাইল সাবমেরিন ‘ফ্লোরিডা’কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

পারস্য উপসাগরের প্রবেশমুখ হরমুজ প্রণালী এলাকায় সাবমেরিনটি ঘোরাঘুরি করার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এ সময় মার্কিন সাবমেরিনটিকে শনাক্ত করে এবং প্রতিরোধের জন্য এক ধরনের মহড়া চালায় ইরানের সাবমেরিন। এক পর্যায়ে মার্কিন সাবমেরিনটি হরমুজ প্রণালীতে পানির গভীর থেকে ভেসে উঠতে বাধ্য হয়।

গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ।

এছাড়া অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেন, ‘আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথে কেন মার্কিন সাবমেরিন নীতি লঙ্ঘন করল তার ব্যাখ্যা আমেরিকাকে অবশ্যই দিতে হবে।’

তিনি আরও বলেন,‘ ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে আমেরিকার জন্য সতর্কবার্তা হচ্ছে-তাদেরকে এখন থেকে অবশ্যই সমস্ত আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলতে হবে।’ -রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]