অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নেতারা ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে থেকেও যদি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়; তাহলে কর্মীরাই তাদের গণধোলাই দেবে৷
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এছাড়াও বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ক্ষমতা বদলের একমাত্র পথ নির্বাচন। ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ করতে হলে ভোটে অংশ নেয়া ছাড়া অন্য কোনো পথ নেই৷
তিনি আরও বলেন, এক এগারোর কুশীলবরা চায় তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘসময় থেকে ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় বসাবে; সেই দিবাস্বপ্ন দেখছে বিএনপি৷ তারা বিদেশিদের কাছে ধরনা দেবে, কিন্তু সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষের কাছে তারা যায় না৷ তাদের কথা ভাবেও না৷
কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার কথা ভুলে যান৷ বাংলাদেশে সেই অবস্থায় ফিরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই৷ জনগণ বিএনপির আন্দোলনে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, আন্দোলন-অভ্যুত্থান যাই করুক না কেন, মানুষ তাদের উপরে আস্থা রাখতে পারে না৷ কারণ, বিএনপি এখন বাকসন্ত্রাস করে যাচ্ছে৷
সর্বশেষ বিএনপির আন্দোলন নিয়ে তিনি জানান, কী করে তাদের আন্দোলন মোকাবিলা করতে হয়, আওয়ামী লীগের তা ভালো করেই জানা আছে৷