ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্ষমতা বদলের একমাত্র পথ নির্বাচন ; এ্যাড. কামরুল ইসলাম

বার্তা বিভাগ
এপ্রিল ২০, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নেতারা ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে থেকেও যদি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়; তাহলে কর্মীরাই তাদের গণধোলাই দেবে৷

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এছাড়াও বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ক্ষমতা বদলের একমাত্র পথ নির্বাচন। ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ করতে হলে ভোটে অংশ নেয়া ছাড়া অন্য কোনো পথ নেই৷

তিনি আরও বলেন, এক এগারোর কুশীলবরা চায় তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘসময় থেকে ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় বসাবে; সেই দিবাস্বপ্ন দেখছে বিএনপি৷ তারা বিদেশিদের কাছে ধরনা দেবে, কিন্তু সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষের কাছে তারা যায় না৷ তাদের কথা ভাবেও না৷
কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার কথা ভুলে যান৷ বাংলাদেশে সেই অবস্থায় ফিরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই৷ জনগণ বিএনপির আন্দোলনে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, আন্দোলন-অভ্যুত্থান যাই করুক না কেন, মানুষ তাদের উপরে আস্থা রাখতে পারে না৷ কারণ, বিএনপি এখন বাকসন্ত্রাস করে যাচ্ছে৷

সর্বশেষ বিএনপির আন্দোলন নিয়ে তিনি জানান, কী করে তাদের আন্দোলন মোকাবিলা করতে হয়, আওয়ামী লীগের তা ভালো করেই জানা আছে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]