আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার ত্রিমুখী গ্রামের মৃত গোপাল সমদ্দারের ছেলে সুশান্ত সমদ্দার (৪২)।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের স্বরবাড়ি গ্রামের সুমন বাড়ৈর বাড়ির দক্ষিণ পাশে পয়সারহাট থেকে বরিশালগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় সুশান্ত সমদ্দার নামে এক ব্যক্তি রাস্তার পাশে পরে ছিল।
তখন বরিশাল-যশোরগামী বিআরটিসি বাসের সুপারভাইজার শামীম হোসেন গাড়ি নিয়ে যশোর যাওয়ার পথে স্বরবাড়ি নামক স্থানে এক ব্যক্তিকে রাস্তার পাশে পরে থাকতে দেখে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। তখন আগৈলঝাড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
সুশান্ত সমদ্দারের বোন জামাই বিধান অধিকারী জানান, সুশান্ত সমদ্দার পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তার ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। সুশান্ত সমদ্দার রাস্তা পার হতে গিয়ে দ্রæতগামী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। এসময় প্রাইভেটকারটি পালিয়ে যায়।