মোস্তাফিজুর রহমান,(মোড়েলগঞ্জ প্রতিনিধি)বাগেরহাট:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হতদরিদ্র ও অসুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সহায়তা ৫০ হাজার টাকা মানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন বাগেরহাট -৪ আসনের সাংসদ এ্যাড: আমীরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান এ্যাড: শাহ ই আলম বাচ্চু, মহিলা ভাইসচেয়ারম্যান ফাহিমা সাবুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীকর্মকর্তা তারেক সুলতান। মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জিয়াদ আল হাসান।
আরো উপস্থিত ছিলেন ১৩ নং নিশানাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: সাইফুল ইসলাম। ১৮ এপ্রিল প্রায় দশজন হতদরিদ্র লোক চেক গ্রহণ করেন।
তারা ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার সহায়তা পেয়ে খুবই খুশি। চেক বিতরণ শেষে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড: শাহ ই আলম বাচ্চু। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কল্যানে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”