তৌকি ইমাম সৈকত, বরগুনা:
বরগুনা জেলা পরিষদের উদ্যোগে ১২ শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সহায়তা বিতরণ করেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।
শহরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী জালাল উদ্দীন, সহকারী প্রকৌশলী জিয়াউল হক। সহায়তা পাওয়া একাধিক ব্যক্তি জানান, সামনে ঈদ। তবে ঘরে ঈদ করার সামগ্রী ছিল না। জেলা পরিষদের উদ্যোগে আজ তারা ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, চিনি এবং ২ প্যাকেট করে সেমাই পেয়েছেন। এখন তারা আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন।
চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলা পরিষদের উদ্যোগে জেলার ১২ শ দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি আমরা। যারা নিতান্তই ছিন্নমূল, দুস্থ তাদের বাছাই করার চেষ্টা করেছি। আমাদের এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।