ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদযাত্রায় ৫২ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলছে আজ

বার্তা বিভাগ
এপ্রিল ১৯, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদযাত্রা কে কেন্দ্র করে দেশের বিভিন্ন গন্তব্যে আজ (বুধবার) ৫২ জোড়া ট্রেন চলবে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

এছাড়া এবার অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। তারা বলছেন, অনলাইনে টিকিট কাটায় এবার ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে বসে থাকতে হয়নি। এর আগে ২৪ ঘণ্টার অপেক্ষার পরও টিকিট না পাওয়ার যেসব অভিযোগ ছিল সেটাও নেই। ঘরে বসেই অনলাইনে টিকিট মিলেছে।

অন্যদিকে টিকিট ছাড়া কেউ প্রবেশের অনুমতি পাচ্ছেন না কমলাপুর স্টেশনে। রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামছে না ঈদযাত্রায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ৭টি ট্রেন । ট্রেনগুলো সরাসরি চলে যাচ্ছে কমলাপুর স্টেশনে। ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে বাংলাদেশ রেলওয়ে এমন উদ্যোগ নিয়েছে। আন্তঃনগর ট্রেনের টিকিট ও দাঁড়ানো টিকিট মিলে প্রতিদিন প্রায় ৪৫ হাজার যাত্রী ঢাকা ছাড়ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com