নওশাদ ভুইয়া (উপজেলা প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়া:
সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতে বেশ কিছু দিন ধরে তাপমাত্রা অসহনীয় অবস্থার মধ্যে রয়েছে। যদিও এ মাসটি তাপমাত্রা বা গরমের মাস বলেই পরিচিত। তবে মাত্রাতিরিক্ত গরম যুক্ত করেছে অস্বস্তির নতুন মাত্রা।
প্রাপ্ত বয়স্কদের সাথে সাথে শিশুদের অবস্থাও খুবই বেহাল।
এদিকে যারা বাহিরে কাজ করেন যেমন ড্রাইবার, রিকশা চালক, হকার ও অন্যান্য শ্রমজীবীদের অবস্থা খুবই ভয়াবহ। এই প্রচন্ড গরমে অনেকেই নিয়মিত কর্মে যুক্ত হতে পারেন না। সব মিলে এক মরুময় জীবনযাপনের নতুন অভিজ্ঞতা অর্জন করে নিল শহরবাসী।
ইদানীং এর সাথে যুক্ত হয়েছে লোডসেডিং। যা জনজীবনকে অস্বস্তির দিকে ঠেলে দিচ্ছে।
আজও ব্রাহ্মণবাড়িয়াতে তাপমাত্রা অপরিবর্তনীয় রয়েছে। তবে কবে নাগাদ এ অসহনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে, তা এখনো অস্পষ্ট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]