রবিউল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি::
যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ মিলন হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল ) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক,মোঃ মিলন হোসেন বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথাপুর গ্রামের মোঃ জুলফিকার আলীর ছেলে।
পুলিশ জানায়,যশোর জেলা পুলিশ সুপার, প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম এর নিদের্শক্রমে মাদক দ্রব্যের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া এর নেতৃত্বে এসআই রাজু আহম্মেদ ও এএসআই ইমামুল ইসলাম সঙ্গী ফোর্স বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালী গ্রামস্থ বেনাপোল পৌরগেট সংলগ্ম সাগর স্টোরের সামনে ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে মোঃ মিলন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান,গ্রেফারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।