ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোলে পুলিশের দ্বিতীয় অভিযানে ৩২০ পিস ইয়াবাসহ আটক ১

বার্তা বিভাগ
এপ্রিল ১৭, ২০২৩ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

রবিউল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি::
যশোরের বেনাপোলে পুলিশের দ্বিতীয় বিশেষ অভিযানে ৩২০ (তিনশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ কামাল হোসেন গাজী(৪০) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রবিবার (১৬ এপ্রিল ) রাতে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক,কামাল হোসেন গাজী বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের নিয়াম উদ্দীন গাজীর ছেলে

পুলিশ জানায়,যশোর জেলা পুলিশ সুপার, প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম এর নিদের্শক্রমে মাদক দ্রব্যের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া এর নেতৃত্বে দ্বিতীয় অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের আরিফুল ষ্টোর” নামীয় মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে ৩২০ পিস ইয়াবাসহ কামাল হোসেন গাজী নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান,গ্রেফারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]