জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংঘবদ্ধ বহিরাগত পাসপোর্ট দালাল চক্রের ০৩(তিন) সদস্যকে পাসপোর্ট, জাল সীল, জাল নাগরিকত্ব সনদ পত্র ও বিপুল পরিমান নকল কাগজপত্র সহ গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।
জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ মাসুদ সিকদারের নেতৃত্তে একটি চৌকস গোয়েন্দা পুলিশ দল১৬ এপ্রিল জেলা আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের পার্শ্ববর্তী দুইটি দোকান হইতে সংঘবদ্ধ বহিরাগত পাসপোর্ট দালাল চক্রের ০৩(তিন) জন কে আটক করে।
তারা হচ্ছে ১। মোঃ সাইফুল ইসলাম(৩৮), পিতা-আঃ মান্নান, সাং-ফকির বাড়ী কাচারীপাড়া, ২। মোঃ আরিফুজ্জামান(৩৫), পিতা-মৃত আব্দুল্লাহ সরকার, সাং-নরায়নপুর, ৩। মোঃ সুমন মিয়া(৩৮), পিতা-মৃত আঃ সালাম, সাং-বাশচড়া (৮নং ইউনিয়ন), সর্ব থানা ও জেলা-জামালপুর।তাদের বিপুল পরিমান নকল কাগজপত্র, পাসপোর্ট, জাল সীল ও জাল নাগরিকত্ব সনদপত্র সহ গ্রেফতার করে।
চক্রের অপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত সহ নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে বলে জানানো হয়েছে।