ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পাসপোর্ট প্রতারক চক্রের তিনজন গ্রেপ্তার

বার্তা বিভাগ
এপ্রিল ১৭, ২০২৩ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংঘবদ্ধ বহিরাগত পাসপোর্ট দালাল চক্রের ০৩(তিন) সদস্যকে পাসপোর্ট, জাল সীল, জাল নাগরিকত্ব সনদ পত্র ও বিপুল পরিমান নকল কাগজপত্র সহ গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।

জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ মাসুদ সিকদারের নেতৃত্তে একটি চৌকস গোয়েন্দা পুলিশ দল১৬ এপ্রিল জেলা আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের পার্শ্ববর্তী দুইটি দোকান হইতে সংঘবদ্ধ বহিরাগত পাসপোর্ট দালাল চক্রের ০৩(তিন) জন কে আটক করে।

তারা হচ্ছে ১। মোঃ সাইফুল ইসলাম(৩৮), পিতা-আঃ মান্নান, সাং-ফকির বাড়ী কাচারীপাড়া, ২। মোঃ আরিফুজ্জামান(৩৫), পিতা-মৃত আব্দুল্লাহ সরকার, সাং-নরায়নপুর, ৩। মোঃ সুমন মিয়া(৩৮), পিতা-মৃত আঃ সালাম, সাং-বাশচড়া (৮নং ইউনিয়ন), সর্ব থানা ও জেলা-জামালপুর।তাদের বিপুল পরিমান নকল কাগজপত্র, পাসপোর্ট, জাল সীল ও জাল নাগরিকত্ব সনদপত্র সহ গ্রেফতার করে।

চক্রের অপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত সহ নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com