মো: রবিউল ইসলাম, জেলা প্রতিনিধি, লালমনিরহাট:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নির্দেশনায় লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক মো: শফিকুল ইসলাম আজ জেলা শ্রবন প্রতিবন্ধন অফিসে শ্রবন প্রতিবন্ধীদের সাথে নিয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন ৮০ জন শ্রবন প্রতিবন্ধীদের মাঝে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সহ সভাপতি মো: সাইফুল ইসলাম হিরা, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মো: নিয়ন দুলাল, সদর যুবলীগের প্রচার সম্পাদক মো: রানা শেখ, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবির হোসেন সহ প্রমুখ।
সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: শফিকুল ইসলাম জানায়, আমি সব সময় মানবিক কাজে এগিয়ে থাকি, এ সমস্ত মানুষের জন্য কিছু করতে পারা পরম সৌভাগ্যের বিষয়, তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন এই যুবলীগের এই মানবিক নেতা মো: শফিকুল ইসলাম।
শ্রবন প্রতিবন্ধী ইফতার ও ঈদ উপহার সামগ্রী পেয়ে বেশ আনন্দ উচ্ছাস প্রকাশ করেন।