ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রায় ৪৫ বছর বন্ধ থাকার পর আবারো পুনরায় চালু হলো নিজামুল চত্রা বাজার

বার্তা বিভাগ
এপ্রিল ১৬, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

মো.সাফায়েত রহমান আবির, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৬ নং ডাকুয়া ইউনিয়নে প্রায় ৪৫ বছর পর আবারো নতুন রুপে বাজার বাসানো হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টায় নিজামুল চত্রা বাজার এর উদ্ধোধন করে নিজামুল চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো.জাহিদুল ইসলাম এ সময়ে উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়নের ইউপি সদস্য মো.আমিনুল ইসলাম মিঠু, মো.জহির সরদার এবং মো.জাকির খান সহ স্থানীয় লোকজন। স্থানীয় লোকজনের দীর্ঘদিনের দাবি ছিলো যেনো আগের মত জমজমাট থাকে এই বাজারটি।

স্থানীয় জাফর চৌকিদার বলেন, যে এই বাজারটি এমন একটা জাগায় এখান থেকে সব জাগায় যাওয়া যায়। এক সময় খুব বেঁচাকেনা হতো এ বাজারে। বাজারের দিন ফুটবল হা ডু ডু খেলা দিতো বাজার কমিটি। তবে বিভিন্ন কারনে বাজার টি টিকে থাকে নাই। তাই আমরা চেয়ারম্যান এবং মেম্বারকে বিষয়টি জানিয়েছি তারা ও বলছে যে আবার ও চালু করার হোক এই বাজার টি। তাই আজ এই বাজারটি চালু হয়েছে। আমরা অনেক খুশি হয়েছি।

স্থানীয় লোকজন জানান যে, আমাদের এ বাজারের কমিটিতে সভাপতি হিসাবে ৬নং ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়কে দেখতে চাই। চেয়ারম্যান সভাপতি হলে বাজারের উন্নয়ন হবে।

স্থানীয় ইউপি সদস্য মো.আমিনুল ইসলাম মিঠু বলেন, আমাদের এ বাজারটি খুব জমজমাট ছিলো তবে কিছু কারনে বাজারটি একদম বন্ধ হয়ে যায়। তবে আজ পুনরায় বাজারটি চালু হয়েছে এতে লোকজন খুব খুশি। আমরা খুব তাড়াতাড়ি নতুন করে কমিটি দিবো যাতে তারা বাজারটি সুন্দার করে পরিচালনা করতে পারে। বাজারে পাশে স্কুল আছে একটি মসজিদ আছে এখানে লোকজন আসে অনেক। আমি আশা করি এ বাজার আবার আগের মতন বেচাকেনা হবে।

ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান যে, এই বাজারটি পাশের স্কুলের সভাপতি আমি। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহেব খুবই ভালো মনের মানুষ। তার সাথে আমার কথা হয়েছে তিনি সব রকমের সাহায্য সহযোগিতা করবেন। তিনি ব্যস্ততার কারনে আজ আসতে পারেন নাই তবে আমাদের ইচ্ছা আমরা আমাদের চেয়ারম্যানকে নিয়ে সুন্দার করে বড় অনুষ্ঠান করবো এ বাজারে। আমাদের এই বাজার নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে।
আমরা এখানে আগের মতন হাডুডু খেলা, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা এবং ফুটবল খেলার আয়োজন করবো। আগের মতন আবার জমজমাট করবো এ বাজার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]