ঢাকা১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ

বার্তা বিভাগ
এপ্রিল ১৬, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল রোববার সকালে কৃষি অফিস চত্বরে বসে ইরি-বোরো ধান মাড়াই করার জন্য ৩০জন কৃষকদের
মাঝে সরকারি ভর্তুকি মূল্যে পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবা নার্গীস লীনা, চন্দ্রশেখর বসু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ। পরে উপজেলার ৫টি ইউনিয়নের ৩০ জন কৃষকদের মাঝে ভতুর্কি মূল্যের পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়। কৃষক সুমন মিয়া বলেন, এই মেশিনটি পেয়ে ভাল হয়েছে। এটি দিয়ে অল্প সময়ে বেশী ধান মাড়াই করা যাবে। এতে ধান চাষীদের বিস্তর সুবিধা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]