রাজধানীতে বেশ কিছু দিন ধরে তাপমাত্র অসহনীয় অবস্থার মধ্যে রয়েছে। যদি এ মাসটি তাপমাত্রা বা গরমের মাস বলেই পরিচিত। তবে মাত্রাতিরিক্ত গরম যুক্ত করেছে অস্বস্তির নতুন মাত্রা।
প্রাপ্ত বয়স্কদের সাথে সাথে শিশুদের অবস্থাও খুবই বেহাল। এ গরমে রাজধানীতে শিশুদের মাঝে ডাইরিয়া ও জ্বরের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রচন্ড গরমে খুবই দুর্বল হয়ে পড়ছে শিশুরা।
এদিকে যারা বাহিরে কাজ করেন যেমর ড্রাইবার, রিকশা চালক, হকার ও অন্যান্য শ্রমজীবীদের অবস্থা খুবই ভয়াবহ। এই প্রচন্ড গরমে অনেকেই নিয়মিত কর্মে যুক্ত হতে পারেন না। সব মিলে এক মরুময় জীবনযাপনের নতুন অভিজ্ঞতা অর্জন করে নিল শহরবাসী।
ইদানীং এর সাথে যুক্ত হয়েছে লোডসেডিং। যা সাধারণ জীবনযাপনকে আরো অসহনীয় করে তুলছে। তবে এ পরিস্থিতিতে শরবত বিক্রেতাদের অবস্থা খুবই ভালো। তারা জমজমাট ব্যবসায় ব্যস্তদিন পার করছে।
আজও রাজধানীতে ৩৭ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তবে কবে নাগাদ এ অসহনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে, তা এখনো অস্পষ্ট।