আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
দুবাইতে কর্মরত বরিশালের আগৈলঝাড়ার শফিক হাওলাদার(৩০) নামে এক শ্রমিকের মমান্তিক মৃত্যু হয়েছে। নিহত শফিক হাওলাদার
আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নে ছয়গ্রামের শাহে আলম হাওলাদারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর
ইউনিয়নে ছয়গ্রামের শাহে আলম হাওলাদারের ছেলে শফিক হাওলাদার ১৫ বছর পূর্বে জীবন-জীবিকার তাগিদে দুবাইতে পারি জমায়।
দুবাইয়ের রাস আল খাইমাহ’তে আল ব্রজিল তুরুতিয়া নামের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করত। শুক্রবার দুপুরে কাজের সময়
ভাইভ্রেটর মেশিনের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। কাজের অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে
তার মৃত্যু হয়। গতকাল শনিবার সকালে শফিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম রাসেল। মৃত্যুকালে তিনি
স্ত্রী, আড়াই বছরের একটি সন্তান, মাসহ আত্বীয়-স্বজন রেখে গেছেন। তার লাশ দ্রæত দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ
কামনা করছেন তার পরিবারের সদস্যরা।