এম জালাল উদ্দীন:
খুলনার পাইকগাছায় ১লা বৈশাখে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার স্বরুপ উক্ত ট্যাব বিতরণ করা হয়।পাইকগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলার ৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেনীর (১,২,৩)স্থান, মোট ৫০ শিক্ষার্থীকে ট্যাব বিতরণ করা হয় ।
ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা মোঃ রায়হান পারভেজ রনি, রাজনৈতিক ব্যাক্তি’সহ সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী’সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।