ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অবশেষে জার্মানির অনুমোদন; ৫টি মিগ–২৯ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

বার্তা বিভাগ
এপ্রিল ১৪, ২০২৩ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

পোল্যান্ডের অনুরোধে ইউক্রেনে রুশ আগ্রাসন মোকাবিলায় সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিগ–২৯ যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে জার্মানির সরকার।

বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে জানান, “আমরা ফেডারেল সরকারের সবাই যৌথভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছি।”

তৃতীয় কোনো দেশে পোল্যান্ডের কাছে থাকা যুদ্ধবিমান পাঠাতে হলে জার্মান সরকারের অনুমতি নিতে হয়।
এছাড়া জার্মান প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস জানান, “বৃহস্পতিবার পোল্যান্ডের পক্ষ অনুরোধ করা হয়। আর সেদিনই অনুমোদন এটি প্রমাণ করে যে, জার্মানির ওপর ভরসা করা যায়।”

উল্লেখ্য, দুই জার্মানি এক হলে, ১৯৯০ সালে উত্তরাধিকারসূত্রে সেই সময়কার পূর্ব জার্মানির কাছ থেকে ২৪টি মিগ-২৯ যুদ্ধবিমান পায় জার্মানি। ২২টি যুদ্ধবিমান ২০০৪ সালে জার্মান সরকার প্রতিবেশী পোল্যান্ডকে দিয়ে দেয়। বাকি দু’টির একটি বিধ্বস্ত হয়, আরেকটি জাদুঘরে রেখে দেওয়া হয়। সূত্র: আল-জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com