ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাইকগাছায় প্রকাশ্যে নিলামের মাধ্যমে পৌরসভার বিভিন্ন হাট-বাজার ও ট্রাক স্ট্যান্ড ইজারা প্রদান

বার্তা বিভাগ
এপ্রিল ১৩, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

এম জালাল উদ্দীন:
খুলনার পাইকগাছায় প্রকাশ্যে নিলামের মাধ্যমে পৌরসভার বিভিন্ন হাট-বাজার ও ট্রাক স্ট্যান্ড ইজারা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীর এর উপস্থিতিতে পৌরসভার হাট-বাজার বৈশাখ মাস অর্থাৎ ১ মাসের জন্য ইজারা প্রদান করা হয়। ট্রাক স্ট্যান্ডের সর্বোচ্চ দরদাতা হলেন আনারুল ইসলাম, মাংস বাজারের মিরাজুল ইসলাম, পোনা মার্কেটের আমিরুল ইসলাম, খুচরা মাছ বাজারের আব্দুস সবুর, খুচরা চাউল বাজারের মহাদেব ও ট্রলার ঘাটের নূর ইসলাম।

উক্ত নিলাম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, আব্দুল গফফার মোড়ল, আসমা আহম্মেদ, রাফেজা খানম, পৌরসভার জিয়াউর রহমান, উত্তম ঘোষ, মৃণাল কান্তি সানা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ব্যবসায়ী মিরাজুল ইসলাম, আনারুল ইসলাম, আমিরুল ইসলাম, নাসিরউদ্দীন, মোশাররফ হোসেন, রাশেদ বিশ্বাস, সাইফুল ইসলাম, আছাদুল ইসলাম ও হযরত আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]