ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে ভিড় করছেন নানা শ্রেণি পেশার মানুষ

বার্তা বিভাগ
এপ্রিল ১৩, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার পর ফ্রিজিং ভ্যানে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়।

বুধবার (১২ এপ্রিল) আলতাফুন নেছা মায়া (গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান) বলেন, জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ১৪ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায় শ্রদ্ধা জানানোর জন্য সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হবে। সেখানে জুমার নামাজের পর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com