ঢাকা৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনার পাইকগাছায় বিশেষ অভিযানে গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বার্তা বিভাগ
এপ্রিল ১৩, ২০২৩ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

এম জালাল উদ্দীন:
খুলনার পাইকগাছায় গাঁজা গাছ’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। খুলনা জেলা পুলিশ সুপার এর নির্দেশক্রমে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর দিকনির্দেশনায় বুধবার সকালে আটককৃত ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গাঁজা গাছ’সহ তাকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে এসআই সঞ্জিত কুমার বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি গ্রামের মোঃ সবুর গাজীর ছেলে মনজুরুল গাজী (৩৫)’কে নিজ বাড়ির উঠানের কোনায় গাঁজা চাষ করায়, গাছ’সহ তাকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত ব্যাক্তির নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। উপরেউল্লেখিত বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসপি স্যারের নির্দেশেক্রমে বিশেষ অভিযানের অংশ হিসেবে আসামিকে গাঁজা গাছসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আটক ব্যক্তিকে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]