ঢাকা৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিসিলির উপকূলে সাগরে ভাসছে ১২০০ অভিবাসী, উদ্ধারে কাজ করছে ইতালি

বার্তা বিভাগ
এপ্রিল ১১, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইতালির কোস্টগার্ড সিসিলির উপকূলের জনাকীর্ণ দুইটি নৌকায় গাদাগাদি করে থাকা প্রায় ১২০০ অভিবাসীকে উদ্ধারে বড়সর অভিযান পরিচালনা করছে।

এরমধ্যে একটি মাছ ধরার নৌকায় ৮০০ অভিবাসী এবং আরেকটি নৌকায় ভাসছে ৪০০ অভিবাসন প্রার্থী।

গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইতালির উপকূলরক্ষা বাহিনী অভিযান চালিয়ে দুই হাজারের বেশি অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করেছে।

৪০০ অভিবাসী বোঝাই নৌকাটি সম্পর্কে ধারণা করা হচ্ছে লিবিয়ার তবরুক থেকে এসেছে।

উল্লেখ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘মিসিং মাইগ্রান্টস’ প্রকল্প থেকে জানা যায়, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে অথবা নিখোঁজ হয়েছে।
সূত্র: বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]