ঢাকা২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১

বার্তা বিভাগ
এপ্রিল ১১, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রবিউল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি::

যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ নাজমুল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল ) সন্ধায় বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ নাজমুল হোসেন শার্শা থানার হরিষচন্দ্রপুর গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়,যশোর জেলা পুলিশ সুপার, প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম এর নিদের্শক্রমে মাদক দ্রব্যের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া এর নেতৃত্বে এস‌আই সোহেল ও এসআই ঝন্টু সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ড গ্রামে অভিযান পরিচালনা করে ২৫ বোতল মাদক দ্রব্য ফেন্সিডিলসহ মোঃ নাজমুল হোসেনকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান,গ্রেফারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com