ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

বার্তা বিভাগ
এপ্রিল ১১, ২০২৩ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

এম জালাল উদ্দীন-পাইকগাছা, খুলনা:

খুলনার পাইকগাছায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার,(ওসি তদন্ত) তুষার কান্তি দাস, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, রবীন্দ্রনাথ দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় পবিত্র মাহে রমজানের কারণে বাংলা নববর্ষ উদযাপন কর্মসূচি সীমিত পরিসরে উদযাপন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় পহেলা বৈশাখের র‌্যালি করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com