ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৩

বার্তা বিভাগ
এপ্রিল ১০, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পলাশ কান্তি মন্ডল ডুমুরিয়া প্রতিনিধি, খুলনা:

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে বানিয়াখালী বাজার ও ডুমুরিয়া সদর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার(১০ এপ্রিল) থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে থানা পুলিশের এস.আই মো: হাসানুজ্জামান সংগীয় ফোর্সের সহায়তায় শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী বাজার থেকে ওই এলাকার রফিকুল ইসলাম গাজী(৪০)নামে এক মাদক কারবারিকে ৫০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপর দিকে ওই রাতে এস.আই শাহ আলমের নেতৃত্বে ডুমুরিয়া সদরের গোডাইন নামক এলাকা থেকে ডুমুরিয়ার সাজিয়াড়া গ্রামের এনামুল এবং মো: আকবার হাওলাদার(২৯) কে ২০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ২টি পৃথক মামলা দায়ের করে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]