ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গলায় ফাঁস নিলেন লালমনিরহাটের চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী

বার্তা বিভাগ
এপ্রিল ৯, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

মো: রবিউল ইসলাম,জেলা প্রতিনিধি,লালমনিরহাট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামছুন্নাহার হলে আত্মহত্যাচেষ্টাকারী শিক্ষার্থী মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তার মৃত্যু নিশ্চিত করা হয়।

এর আগে বিকেলে শামছুন্নাহার হলের একটি রুমে গলায় ফাঁস নেন ওই ছাত্রী। প্রক্টর ড. নূরুল আজিম সিকদার এতথ্য নিশ্চিত করেছেন। ওই ছাত্রীর অপেক্ষায় তার স্বামী দীর্ঘক্ষণ হলের সামনে দাঁড়িয়ে ছিলেন। বারবার কল দিলেও রিসিভ না করায় তিনি হলের গার্ডদের নিয়ে রুমে আসেন। রুমের ছিটকিনি ভেতর থেকে আটকানো ছিল। রুম খোলার পর ভেতরে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীকে পাওয়া যায়।

শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সের জন্য কল করেন। কিন্তু অ্যাম্বুলেন্স শহরে থাকায় আসতে ৩০ মিনিট দেরি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। হত্যা নাকি আত্মহত্যা এ প্রশ্নের জবাবে প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে

বিশ্বস্ত সূত্রে জানা যায় অসুস্থ জনিত কারনে পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারায় ডিপ্রেশনে ভুক্তে ছিল এই ছাত্রী। আপাতত তেমন কোনো তথ্য আমাদের কাছে নেই। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিল রোকেয়া সুলতানা রুকু। তার বাড়ি লালমনিরহাট জেলা সদরের হারাটির নায়েকগড় টারী গ্রাম। এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে হারাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিরাজুল হক খন্দকার রানা বলেন, আমি মেয়েটির মৃত্যুর খবর শুনেছি।

তিনি আরও বলেন, আমি হারাটী বি এল উচ্চ বিদ্যালয়ের সভাপতি, মেয়েটি আমার বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছিল। আমি সভাপতি ও চেয়ারম্যান হিসেবে সেই সময় লালমনিরহাটের জেলা প্রশাসক কে প্রধান অতিথি করে সংবর্ধনা দিয়েছিলাম। এই মেধাবী শিক্ষার্থীর হঠাৎ মৃত্যুর খবর শুনে আমি অনেক কষ্ট পেয়েছি, গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তিনি জোড় দিয়ে বলেন মৃত্যুর আসল রহস্য বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে অবশ্যই উদঘাটন করতে হবে। রোকেয়া সুলতানা রুকুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে এবং বিদ্যালয় কতৃপক্ষ গভীর শোক প্রকাশ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com