এবার সম্পর্কের নতুন মাত্রা যোগ হচ্ছে ইরান ও আরব দেশের মাঝে। হয়ত আর মাধ্যমে গোটা মধ্যপ্রচ্য একক শক্তিতে পরিণত হবে। বন্ধ হতে পারে আমেরিকা রাশিয়ার ইন্ধন জনিত অভ্যন্তরীণ যুদ্ধ, হত্যা ও সংঘাত।
চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের মাধমে শুরু হয় সম্পক গড়ার প্রক্রিয়া। তবে এবার সৌদি আরব প্রতিনিধি দল ইরানে সফরের মধ্য দিয়ে হয়ত এ সম্পর্ক উন্নয়ন পূর্ণতা লাভ করবে।
এবার সৌদি আরবের একটি প্রতিনিধি দল ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রিয় সফর করেন। দুই দেশ আবারও কূটনৈতিক মিশন চালু করার পরিকল্পনা করছে। তার ই অংশ হিসেবেই দুই দেশের মধ্যে চলছে দফায় দফায় আলোচনা।
রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে প্রতিনিধি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। মূলত কূটনৈতিক মিশন চালুর সেই আলোচনা এগিয়ে নিতেই সৌদি প্রতিনিধিরা ইরানে সফরে গেছে।
মধ্যস্থতায় চলতি বছরের ১০ মার্চ প্রথম দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে রাজি হয়। সৌদির প্রতিনিধি দল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল প্রধানের সাথে সে বিষয়ে আলোচনা করার জন্য দেখা সফর করার সিদ্ধান্ত নেন।